ধাঁধা :১. ‘মা ছাড়া অসুস্থ, সবটাই দূরত্ব।’২. ‘মাথার মাঝে আকাশ, শেষটা ছেড়ে জাতি। প্রথম ছেড়ে প্রবল, সবটা উঁচু অতি।’৩. ‘মাথা কেটে নিয়ে যাও, পেট কেটে বলে যাও। লেজ কেটে যন্ত্র রয়, বিবাদে তা পূর্ণ হয়।’৪. ‘মুখ নাই কথা বলে, পা নাই হেঁটে চলে।’উত্তর :১. মাইল২. শিখর৩. কলহ৪. ঘড়িএসইউ/এমএস