মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। আবহাওয়া দপ্তর জানায় প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার স্থানীয় সময় ৫টা ৩৫ মিনিটে আতকা থেকে ৪৫ মাইল দক্ষিণে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।ভূমিকম্পের সময় প্রবল কম্পন অনুভূত হয়েছে। সেসময় আতঙ্কিত লোকজনকে ঘর ছেড়ে রাস্তায় জড়ো হতে দেখা গেছে। টিটিএন/এমএস