গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান মিয়া (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৬ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান মিয়া একই ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামের রুস্তম মিয়ার ছোট ছেলে।
আরও পড়ুন: সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানায়, রায়হান মিয়া তার বাবার দোকানে ছিল। সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। রাত ১টার দিকে দোকান বন্ধ করার সময় অসাবধানতায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন এসে রায়হানকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনোহরপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওহাব জাগো নিউজকে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম সরকার শাহীন/জেএস/জেআইএম