দেশজুড়ে

৩০০ ইয়াবাকে ৩০ পিস দেখিয়ে আসামির জামিন, দুই আইনজীবী কারাগারে

জয়পুরহাটে মাদক মামলার নথি জালিয়াতি করে আসামির জামিন পাইয়ে দেওয়ার অপরাধে দুই আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৬ আগস্ট) বিকেলে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুই আইনজীবী হলেন- অ্যাডভোকেট হাসিনুর রহমান ও অ্যাডভোকেট রবিউল ইসলাম। এদের মধ্যে হাসিনুর রহমান সাবেক এক বিচারপতির ছেলে। তিনি হাইকোর্টের আইনজীবী। তার বাসা ঢাকার উত্তরায়। অপরদিকে রবিউল জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী ও সদর উপজেলার বিল্লাহ গ্রামের বাসিন্দা।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আজাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর পাঁচবিবির বালিঘাটা বাজার এলাকার আয়নাল হোসেনকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পাঁচবিবি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। পরে আসামি আয়নাল হোসেনের পক্ষে সংশ্লিষ্ট আদালতে একাধিকবার জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন।

জেলা ও দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন নামঞ্জুর হয়। পরে হাইকোর্টে জামিন আবেদন করা হয়। এ সময় মামলার এজাহার কপি ও জব্দ তালিকা দাখিল করা হয়েছিল। ওই এজাহার ও জব্দ তালিকায় ৩০০ পিস ইয়াবার পরিবর্তে ৩০ পিস দেখানো হয়। এরপর হাইকোর্ট আসামিকে জামিন দেন। জেলা জজ আদালতে জামিন আদেশ দাখিল করে আসামি কারাগার থেকে ছাড়া পান।

পরে হাইকোর্ট মামলার নথিপত্র তলব করে মামলার মূল এজাহার ও জব্দ তালিকার কপির সঙ্গে হাইকোর্টে দাখিল করা এজাহার ও জব্দ তালিকায় ইয়াবার সংখ্যার গরমিল দেখতে পান। হাইকোর্ট এ প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার জন্য জয়পুরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজকে নির্দেশ দেন। এরপর জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পেশকার শামসুল হুদা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা করেন।

আদালতের নির্দেশে সিআইডি মামলাটি তদন্ত করে এজাহার নামীয় বাদে আরও দুই আসামির সম্পৃক্তা পায়। এ মামলায় একজন আসামিকে অব্যাহতি দিয়ে মোট চারজন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই মামলায় অ্যাডভোকেট রবিউল ইসলাম ফিরোজ ও অ্যাডভোকেট হাসিনুর রহমান উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নিয়েছিলেন।

উচ্চ আদালতের জামিন শর্ত মোতাবেক রোববার তারা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জয়পুরহাট জজ কোর্টের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খান জাগো নিউজকে বলেন, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে দুই আইনজীবী হাসিনুর রহমান ও রবিউল ইসলাম কারাগারে পাঠানো হয়েছে।

এসজে/জিকেএস