মাগুরার শ্রীপুর উপজেলার ৬নং কাদিরপাড়া ইউনিয়নের তৃতীয় ধাপের আসন্ন নির্বাচনে আ.লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান পারভীন সুলতানা রুমু নিরপেক্ষভাবে যোগ্যতার বিবেচনায় দলীয় মনোনয়নের দবি জানিয়েছেন। শনিবার মাগুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুমু তার বিগত ৫ বছর যাবত নিষ্ঠার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় সরকারি বেসরকারি স্বীকৃতি হিসাবে জেলা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে স্বর্ণ পদকসহ বিভিন্ন পুরস্কারের কথা তুলে ধরেন।তিনি বলেন, তিনি সরকারি মনোনয়নে একাধিক দেশ ভ্রমনের মাধ্যমে স্থানীয় সরকার কার্যক্রম বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদের কোনো কাজে তার রিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। তৃণমূল পর্যায়ে দলীয় সমর্থনও রয়েছে। তা সত্ত্বেও টাকার বিনিময়ে বিএনপি থেকে সদ্য আ.লীগে আগত এক অবসরপ্রাপ্ত রেল কর্মচারী মনোনয়ন পাচ্ছেন বলে এলাকায় প্রচার চলছে। এছাড়া কাদিরপাড়া ইউপি আ.লীগের এক শীর্ষ নেতা নিজেই দলীয় মনোনয়ন নেবেন বলে গুজব ছড়াচ্ছেন। এসময় তিনি আসন্ন নির্বাচনে কাদিরপাড়া ইউনিয়নে নিরপেক্ষ ও যোগ্যতার মাপ কাঠিতে চেয়ারম্যান পদের মনোনয়ন হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন এবং এ ব্যাপারে আ.লীগের কেন্দ্রীয় সভাপতি ও দলীয় প্রার্থী মনোনয়ন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।আরাফাত হোসেন/এফএ/এবিএস