কণ্ঠশিল্পী ইতি`র শুরুটা `চ্যানেল অ্যাই সেরাকণ্ঠ`-এর মাধ্যমে। এরপর তিনি বেশ পরিচিতি লাভ করেন। গান, তালিম, স্টেজ শো সবকিছুই ঠিকভাবে চলছিল। কিন্তু হঠাৎ ইতির জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। ইতির পারিবারিক সূত্রে জানা গেছে, লিভারে রক্তক্ষরণজনিত রোগে রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পাঁচদিন ধরে ইতির চিকিৎসা চলছে সেখানে। তার লিভারে ছিদ্র ধরা পড়েছে। এ কারণেই হচ্ছে রক্তক্ষরণ। ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া মেধাবী এই গায়িকার চিকিৎসা বেশ ব্যয়বহুল। তার পরিবারের তরফ থেকে অবস্থায় অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। পরিবার থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সবার সহযোগিতায় ইতি আবার ফিরবেন গানের জগতে- এমনটাই প্রত্যাশা। এদিকে সংগীতপ্রেমী অনেকেই শুরু থেকে ইতির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য ও-পজিটিভ রক্তের দরকারে এগিয়ে গেছেন কেউ কেউ। সংগীতশিল্পীদের সংগঠন আরওয়াইএমবি ইতির সাহায্যে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছে।সংগীতশিল্পীদের সংগঠন আরওয়াইএমবি ইতির সাহায্যে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছে। ইতিকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন- ০১৭১০৫৫২৯০২, ০১৬৭৫৫১২৫২৭, ও ০১৮১৯৮৯৮৫৩৪ নম্বরে। এছাড়া সাহায্য পাঠানো যাবে এই ঠিকানায়- মো. আব্দুল বারী, অ্যাকাউন্ট নম্বর ২৩৬১০ রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।এনই/এইচএন/আরআইপি