ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পোড়াহাটি ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত নারায়ণ নন্দী (৬০) শহরের কাঞ্চননগর এলাকার সচীন নন্দীর ছেলে এবং শহরের স্যানিটারি সামগ্রী ব্যবসায়ী। এছাড়া নিহত সুফিয়া বেগম (৬৫) শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামের ওসমান মোল্লার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি মাহিন্দ্রাযোগে কয়েকজন ঝিনাইদহ শহর থেকে হাটগোপালপুর বাজারের যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোহাড়াটি বাজার নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে সেখানে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নারায়ণ নন্দীকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সদর হাসপাতাল থেকে রোগী দেখে ভ্যানে করে শৈলকূপা উপজেলার দেবীনগর গ্রামে বাড়িতে ফিরছিলেন সুফিয়া বেগম। পথে ভ্যানটি ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে রাস্তায় পড়ে গেলে পেছন দিকে থেকে আসা একটি ট্রাক্টরচাপায় ঘটনাস্থলেই মারা যান সুফিয়া বেগম।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মুসলিমা জিনাত রহমান জানান, সুফিয়া বেগমকে মৃত অবস্থায় পেয়েছি এবং নারায়ণ নন্দী হাসপাতালে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আব্দুল্লাহ আল মাসুদ/জেডএইচ