বাগেরহাটের শরণখোলায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামে নৃশংস এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের আবু জাফর হাওলাদারের স্ত্রী পাপিয়া বেগম (৩৫) ও তার মেয়ে সাওদা জেমী (৫)।
জানা যায়, দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় তাদের। ঘটনাস্থলেই মারা যায় মেয়েটি। গুরুতর অবস্থায় মা পাপিয়াকে উদ্ধার করে রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ রাত ৯টার দিকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে কে বার কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: ইউপি মেম্বারকে কোপালেন চেয়ারম্যান
স্থানীয় গ্রাম পুলিশ স্বপন কুমার জানান, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় পাপিয়া বেগম ও তার মেয়েকে ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, পাপিয়ার স্বামী আবু জাফর হাওলাদার কাজের সুবাদে ঢাকায় থাকেন। তার ছেলে জিহাদ (১৫) পিরোজপুরের মঠবাড়িয়াতে একটি দোকানে কাজ করে। মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন পাপিয়া। কি কারণে এই ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছে না।
আরও পড়ুন: বাস-ইজিবাইক সংঘর্ষে একসঙ্গে লাশ হলেন স্বামী-স্ত্রী
রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা জানান, তার ইউনিয়নের ১ নম্বর উত্তর রাজাপুর ওয়ার্ডে জোড়া হত্যাকাণ্ডটি ঘটেছে। পারিবারিক কারণে এটি ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশফাক বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় পাপিয়া বেগমের। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম পাওয়া গেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
আব্দুল্লাহ আল ইমরান/জেডএইচ/