ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে গোলাম রসুল (২৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। গোলাম রসুল ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
কোটচাঁদপুর থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক নাজিবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিজ গ্রামেরই একটি বাড়িতে বৈদ্যুতিক তার মেরামতের কাজ করছিলেন গোলাম রসুল। তখন অসাবধানতাবশত তারের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ২০ মাসের কাজ শেষ হয়নি ৪ বছরেও, দুর্ভোগ চরমে
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারুনী পাশা বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/জেএস/এমএস