ক্যাম্পাস

নিষেধাজ্ঞা অমান্য করে লাগানো হলো পোস্টার

দেওয়ালের সৌন্দর্য রক্ষায় পোস্টার না লাগাতে সতর্কতা জানিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক নম্বর ফটকে নোটিশ লাগানো হয়েছে। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই দেওয়াল ও গেইটে পোস্টার লাগিয়েছে বেরোবি শাখা ছাত্রলীগ।

জানা গেছে, ফটকে রং করার পর গত দুই-তিন মাসে সেখানে কোনো পোস্টার লাগায়নি কেউ। কারণ, সেখানে লেখা রয়েছে, ‘দেয়ালে পোস্টার লাগানো নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ’।

তবে মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে কয়েক দিন আগে ছাত্রলীগের কেন্দ্রীয় পোস্টার ১ নম্বর গেটজুড়ে সাঁটিয়ে দেন বেরোবির শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আরও পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজিব হাসান বলেন, ১ নম্বর ও ২ নম্বর গেটে নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও পোষ্টার লাগালো। পাশে থাকা পুলিশ ফারির কর্মকর্তারা কোনো পদক্ষেপই নেননি। তারা তাদের দায়িত্ব পালনে অনেকটা উদাসীনতার পরিচয় দিয়েছেন। পোস্টার লাগানো হয়েছে তা নিন্দনীয়। এই ধরনের কাজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত।

এ বিষয়ে জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া জাগো নিউজকে বলেন, ‘পোস্টার লাগানোর সময় খেয়াল করা হয়নি। বিষয়টা দেখছি। আইন সবার জন্যই সমান।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ছবিগুলো ফেসবুকে দেখেছি। বিষয়টা আমি দেখতেছি।’

জেএস/জেআইএম