বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩ সেপ্টেম্বর।
রোববার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি ১৩-১৪ আগস্ট
মিজানুর রহমান বলেন, রোববার ও সোমবার আমাদের চূড়ান্ত ভর্তি চলবে। ভর্তি কমিটির সভায় আমাদের ক্লাস শুরু তারিখ ৩ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। সেই অনুযায়ী বিভাগগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
নতুন মেধাতালিকার বিষয় জানতে চাইলে ড. মিজানুর রহমান বলেন, জিএসটি যদি কোনো নির্দেশনা দেয় তাহলে আমরা সেই নির্দেশনা মেনে নতুন মেধাতালিকা প্রকাশ করবো।
জেএস/জেআইএম