বিতর্ক যেন লুইস সুয়ারেজের নিত্যসঙ্গী। প্রতিপক্ষের খেলোয়াড়কে কামড়ে দেয়ার মতো ঘটনায় বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তারপরেও থেমে নেই এই বার্সা তারকা। মাঠে তার পায়ের জাদু বারবারই প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।এবারের প্রেক্ষাপটাটা একটু ভিন্ন। লা লিগায় ইতিমধ্যেই চারটি হলুদ কার্ড দেখেছেন সুয়ারেজ। ফলে তাকে ঘিরে তৈরী হয়েছে শঙ্কার। কারণ ভিলারিয়েলের বিরুদ্ধে যদি ফের একটি হলুদ কার্ড দেখেন, তাহলে পরের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলতে পারবেন না এই উরুগুয়ের স্ট্রাইকার।তবে সুয়ারেজ ইস্যুতে চিন্তিত নন বার্সার কোচ লুই এনরিকে। ভিলারিয়েলের বিরুদ্ধে কার্ড হবে, কি হবে না তা ভাবতে চান না তিনি। সুয়ারেজকে ভিলারিয়াল ম্যাচে খেলাতে চান তিনি। এনরিকে বলেন, ভিলারিয়েল লা লিগার অন্যতম সেরা দল। অবশ্যই আর সব ম্যাচের মতোই ভিলারিয়েলের বিপক্ষে খেলবেন সুয়ারেজ। আমি ফুটবলারদের সব ম্যাচেই পেতে ভালোবাসি। তাই কার্ড সমস্যা নিয়ে বেশি ভাবতে চাইছি না।লা লিগায় দুরন্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। তাই সুয়ারেজের মতো ফুটবলারকে না পেলেও তা নিয়ে মাথা ব্যথা করতে চান না বার্সা কোচ।আরএ/এমআর/এমএস