রাজনীতি

খালেদার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ

আওয়াম লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া যে ভাষায় বক্তব্য দিয়েছেন তাতে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে।  রোববার সকালে ঢাকা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন। মন্ত্রী বলেন,  শেখ হাসিনামুক্ত নির্বাচন করার কথা বলে তিনি (খালেদা) ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। খালেদা জিয়া অস্ত্রের ভাষায় কথা বলেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, তার এই বক্তব্য অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এসময় প্রশ্ন ছুড়ে তিনি বলেন, তাহলে কি খালেদা জিয়া ১৫ আগস্টের ট্র্যাজেডির মতো আরেকটি ঘটনায় জড়িয়ে পড়ছেন?  আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখতে চান না। তাহলে তিনি কার সঙ্গে সংলাপ করতে চান?এসময় বিএনপির কাউন্সিলকে জাতির সঙ্গে তিনি তামাশা বলেও মন্তব্য করেন। এএসএস/এএইচ/এবিএস