অর্থনীতি

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে দরপতন

দেশের পুঁজিবাজারে পতনের মধ্য দিয়ে গত সপ্তাহ শেষ হয়। এর ধারাবাহিকতায় নতুন সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন মূল্য সূচকের সঙ্গে দুই স্টক এক্সচেঞ্জে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর।বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৭৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে মাত্র ৯৯টির, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪০ কোটি টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৩০ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৭০ কোটি টাকা।অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমে ৮ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ৩ পয়েন্ট কমে ৯৯১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১২ হাজার ২৮৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৩৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক সিএসআই ১ পয়েন্ট কমে ৯৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।সিএসইতে মোট ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৬৮টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫২ লাখ টাকা।এসআই/একে/আরআইপি