কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় নারী মৃত্যুর ঘটনায় পৌর শহরের নিউটাউন এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালকে তালাবদ্ধ করেছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন টিম।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে ভৈরব থানা পুলিশের সহায়তায় হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ করা হয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পরিকল্পিতভাবে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা বুলবুল আহমেদ হাসপাতালটি তালাবদ্ধ করেছেন।
বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন টিম সদস্য সচিব ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, গ্রামীণ জেনারেল হাসপাতালে অপারেশনের সময় সাহায্যকারী হিসেবে কোনো মেডিকেল কর্মকর্তা ছিলেন না, অপারেশন পরবর্তী রোগী ব্যবস্থাপনায় অসঙ্গতি ও গাফিলতি প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কার্যক্রম বন্ধ না করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শনিবার হাসপাতালটি সাময়িকভাবে তালাবদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
আরও পড়ুন: চিকিৎসকসহ ৮ জনের বিরুদ্ধে ফের মামলা
এ বিষয়ে গ্রামীণ জেনারেল হাসপাতালের মালিক বদিউজ্জামান বদি বলেন, ১৪ আগস্ট তারিখ আমি একটি নোটিশ পাই যেন হাসপাতালটি সাময়িক বন্ধ রাখি। পরদিন আবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প. কর্মকর্তার কাছ থেকে আরেকটি নোটিশ পাই। বিষয়টি বুঝে ওঠার আগেই ডা. বুলবুল আহমেদ হাসপাতালটি তালাবদ্ধ করেন।
তিনি আরও বলেন, আমার হাসপাতালের সঙ্গে ডাক্তার বুলবুল আহমেদের দ্বন্দ্ব রয়েছে। ডা. বুলবুল নিজেও ভৈরবে একটি হাসপাতালের মালিক। উনার কর্মচারী ছিলেন ফয়জুল আলম ও সাদিকুর রহমান। তারা এখন আমার পার্টনার। ৮ জুলাই আমার হাসপাতালে একজন রোগীর অপারেশন হওয়ার পর তিনি মারা যান। এ ঘটনার জেরে আমার হাসপাতালটি তালাবদ্ধ করা হয়েছে। দেশের সুনামধন্য ডাক্তার, অ্যানেস্থেসিয়া দিয়ে অপারেশন করা হয়েছে।
এ সময় আবার নতুন করে তদন্ত কমিটি গঠন করার দাবি জানান হাসপাতাল মালিক বদিউজ্জামান।
রাজীবুল হাসান/জেএস/জেআইএম