হাসপাতালে রোগীর মৃত্যু

চিকিৎসকসহ ৮ জনের বিরুদ্ধে ফের মামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১০:২২ এএম, ০৯ আগস্ট ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ভুল চিকিৎসায় গৃহিণীর মৃত্যুর ঘটনায় ফের চিকিৎসকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন মৃতের স্বামী।

মঙ্গলবার (৮ আগস্ট) কিশোরগঞ্জের আদালত থেকে আসামিরা একটি নোটিশ (সমন) পেয়েছেন। আসামিরা হলেন, গ্রামীণ জেনারেল হাসপাতালের পরিচালক বদিউজ্জামান বদি, ডাক্তার ফাহিমা শারমিন হানি, ডাক্তার জালাল উদ্দিন, হাসপাতালের ম্যানেজার সজীব ঘোষ, নার্স মুনমুন, বন্যা, কবিতা ও কর্মচারী শিরিন বেগম।

৩ আগস্ট বাদী আক্তার হোসেন কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলাটি করেন। আসামিরা মঙ্গলবার আদালতের নোটিশ পেয়েছেন বলে তারা জানান।

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু, থানায় পাল্টাপাল্টি মামলা

এর আগে ৮ জুলাই রোগীর মৃত্যু ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় দুই পক্ষ ১১ জুলাই পাল্টাপাল্টি দুটি মামলা করেছেন ভৈরব থানায়।

আদালতে করা মামলার অভিযোগে বলা হয়, রোগী মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হলে আসামিরা বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকিসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে।

গ্রামীণ জেনারেল হাসপাতালের পরিচালক বদিউজ্জামান বদি মামলার বিষয়ে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। রোগী মৃত্যুর পর তারা মামলা করেছেন। অন্যদিকে হাসপাতালে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আমি মামলা করেছি। পুলিশের তদন্তে দোষ প্রমাণ হলে আদালতে চিকিৎসকের বিচার হবে। আমরা তাদের মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন বা হুমকি দিচ্ছি একথা মিথ্যা। তারা আমাদের হয়রানী করতে এই মামলা করেছেন। আমরা আইনিভাবে মামলাটি মোকাবিলা করবো।

মামলার বাদী আক্তার হোসেন বলেন, আসামিরা আমাকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। তাদের ভয়ভীতিতে আমি ১০৭ ধারায় মামলা করেছি।

রাজীবুল হাসান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।