বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন সড়কে আবাসিক হোটেল ‘মাহমুদিয়া’ থেকে মো. বাদল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত বাদল ওই হোটেলের নিয়মিত বোর্ডার ছিলেন। বরিশাল আদালতের আইনজীবীর সহকারী ছিলেন তিনি। হোটেলের ম্যানেজার মো. শাহআলম জানান, বাদল মুলাদী উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে। গত ৪ বছর ধরে তিনি হোটেলের কক্ষে ভাড়ায় বাস করছিলেন। শনিবার রাতে তিনি ৪ নম্বর কক্ষে ঘুমিয়ে ছিলেন। প্রতিদিন সকালে তিনি ফজরের নামাজ পড়তেন। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় তাকে (শাহ আলম) ডাকাডাকি করা হয়। দীর্ঘ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সারা না পাওযায় থানায় খবর দেয়া হয়। পুলিশ এসে সকলের উপস্থিতিতে দরজা ভেঙে বিছানার ওপর বাদলের মরদেহ দেখতে পান। কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে- হৃদরোগে আক্রান্ত হয়ে বাদলের মৃত্যু হয়েছে। সাইফ আমীন/এআরএ/এবিএস