প্যাকেটজাত খাবার অনেক সময় মেয়াদোত্তীর্ন হয়ে যাওয়ার পরও বাজারজাত করার ঘটনা অহরহই শোনা যায়। কিন্তু তাই বলে খাবারের প্যাকেটে মৃত ইঁদুর! এরকমই এক ঘটনা ঘটেছে ভারতের হিমাচল প্রদেশে। রেশনের প্যাকেটে মৃত ইঁদুর পাওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে হিমাচলে।বিধানসভায় হিমাচলের মন্ত্রী জিএস বালি স্বীকার করে বলেছেন, কান্দা ডিপো থেকে দেওয়া একটি ডালের প্যাকেটে মরা ইঁদুর মিলেছে। সেই সঙ্গে তিনি মেনে নিয়েছেন, যে মানের ডাল দেওয়া হয়েছে, তা খাওয়ার অযোগ্য।ভারতীয় গণমাধ্যমকে বালি জানান, ওই ডালের প্যাকেটটি পাইকারি গুদাম থেকে আনা হয়েছিল। ধর্মপুরের গুদাম থেকে ২০ ফেব্রুয়ারি ওই প্যাকেট পাঠানো হয়। দিল্লির যে কারখানা থেকে ওই ডাল এসেছিল, তাদের নোটিশ পাঠানো হয়েছে। ওই কারখানার পাঠানো পণ্যের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।এসঅাইএস/এবিএস