দেশজুড়ে

বগুড়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে অস্ত্রসহ ছামিউল মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার ছামিউল লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম দিঘলটারী গ্রামের সুরত আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, উত্তরের কোনো এক সীমান্ত এলাকা থেকে ঢাকায় অস্ত্রগুলো নিয়ে যাচ্ছিলেন এ যুবক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন। লালমনিরহাটের জয় নামের এক ব্যক্তি তাকে এ আগ্নেয়াস্ত্র পরিবহনের কাজ দেন। ছামিউলের বিরুদ্ধে বগুড়ার শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে৷

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে বুড়িমারী থেকে আসা নারায়ণগঞ্জগামী পিংকী পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ছামিউল বাসের জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ। একপর্যায়ে তার দেহ তল্লাশি করলে দুই পায়ের উরুতে টেপ দিয়ে মোড়ানো আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো ভারতে তৈরি ও সক্রিয়।

আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়ে ছিনতাই, অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার 

পুলিশ সুপার জানান, পুলিশের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের উৎস ও মালিককে খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে। তবে ঢাকায় কি কারণে এ অস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছিল সেটি নিশ্চিত হওয়া যায়নি। দেশে সম্প্রতি একটা মহল আলাদা একরম পরিবেশ তৈরি করতে তৎপর আছে। তাই সবগুলো দিক ক্ষতিয়ে দেখা হবে৷

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার, আব্দুর রশিদ, শরাফত ইসলামসহ শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ও মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-রংপুর মহাসড়কে শিবগঞ্জের মুরাদপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ছামিউলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরএইচ/জিকেএস