দেশজুড়ে

হারাগাছ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাকিবুর রহমান মাস্টার নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১২ হাজার ২৪২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোনায়েম হোসেন ফারুক পেয়েছেন ১১ হাজার ৮৪ ভোট। মোট ২০টি কেন্দ্রে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এবারে হারাগাছ পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা ৩টি ওয়ার্ডে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাকিবুর রহমান মাস্টার, বিএনপির মোনায়েম হোসেন ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাদাকাত হোসন ঝন্টু।জিতু কবীর/বিএ