দেশজুড়ে

সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে চিঠি

শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক শহীদুল ইসলাম পাইলটকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। প্রতিবাদে রোববার বিকেল ৫টায় শরীয়তপুর প্রেসক্লাব প্রাঙ্গনে নিন্দা ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।ঘটনার বিবরণে প্রকাশ, সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট রোববার সকালে ঘুম থেকে উঠে দরজা দিয়ে বের হওয়ার সময় একটি খোলা চিঠি পরে থাকতে দেখেন। তিনি চিঠিটি পরে তার মৃত্যু পরওয়ানা জানতে পারেন। পরে শহীদুল ইসলাম পাইলট শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে অবগত করেন। তারই প্রেক্ষিতে বিকেল ৫টায় প্রেসক্লাব প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আব্দুস সামাদ তালুকদার, চ্যানেল নাইনের প্রতিনিধি মনির হোসেন সাজিদ, প্রথম আলো প্রতিনিধি সত্যজিৎ ঘোষ, এটিএন বাংলা, এটিএন নিউজ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক আনন্দ বাজার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এমএ ওয়াদুদ মিয়া, চ্যানেল আইয়ের প্রতিনিধি এসএম মজিবুর রহমান, দেশ টিভি প্রতিনিধি বিএম ইশ্রাফিল, যমুনা টেলিভিশনের প্রতিনিধি কাজী মনির হোসেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি অরুন কুমার বর্ধন, দৈনিক ভোরের পাতা ও জাগোনিউজডটকম-এর প্রতিনিধি মো. ছগির হোসেন, দৈনিক হুংকারের প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ প্রমুখ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সময় এর জেলা প্রতিনিধি খোরশেদ আলম বাবুল, দৈনিক বর্তমান এশিয়া প্রতিনিধি মহসিন রেজা, দৈনিক রুদ্রবার্তা প্রতিনিধি আলমগীর হোসেন, মাসুদ পারভেজ ও রূপক চক্রবর্তী।নিন্দা ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শহীদুল ইসলাম পাইলটকে জীবননাশের হুমকির প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যেকোনো সরকারের আমলেই সাংবাদিক ও পুলিশ নিরাপদ নয়। প্রত্যেকটি সরকারের আমলেই সাংবাদিক ও পুলিশ নির্যাতিত হচ্ছে। অথচ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আমরা আশা করি আমাদের ব্যাপারটি সরকার গুরুত্ব সহকারে দেখবে।পরে শহীদুল ইসলাম পাইলটকে জীবন নাশের প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিবাদ সভাটি পরিচালনা করেন বাংলাভিশনেরর জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান।মো. ছগির হোসেন/বিএ