জাতীয়

আজকের ধাঁধা : ২১ মার্চ ২০১৬

ধাঁধা :১. ‘লাল গাভি বন খায়,     জল খেয়ে মারা যায়।’২. ‘শিশুকালে কাপড় পরে, যৌবনে উলঙ্গ-     লম্বা কিন্তু দেহ তার হবে ঢের সুরঙ্গ।’৩. ‘শীতকালে যার নাইকো নাম,     গরমকালে কিন্তু মহামূল্যবান।’৪. ‘সাগরেতে জন্ম তার     লোকালয়ে বাস,     মায়ে ছুঁলে পুত মরে,      একি সর্বনাশ।’উত্তর :১. আগুন২. কয়লা৩. পাখা৪. লবণএসইউ/এমএস