দেশজুড়ে

জয়পুরহাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

দীর্ঘ ১১ বছর ধরে পলাতক থাকা জয়পুরহাটের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রায়হান ওরফে মুন্নাকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম। রায়হান ওরফে মুন্না জয়পুরহাটের শান্তিনগর মাছুয়াপল্লী এলাকার মৃত মাজেদের ছেলে।

আরও পড়ুন: রাজশাহীতে দুই মাদক কারবারির যাবজ্জীবন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১২ সালের ২৪ জুন ফেনসিডিল চোরাচালানের অভিযোগে সান্তাহার রেলওয়ে থানায় মুন্নার বিরুদ্ধে বিরুদ্ধ একটি মামলা করা হয়। সেই মামলায় চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুন্নাকে যাবজ্জীবন সাজা দেন। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঢাকার বিমানবন্দর এলাকায় র‌্যাব-৫ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করে। পরে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএস/এএসএম