রাজশাহীতে দুই মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৩ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

রাজশাহীতে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের নাজিবর রহমান (৪০) ও জুয়েল ইসলাম (৪২)।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০১৯ সালের ২২ আগস্ট রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় নাজিবর ও জুয়েলকে পাঁচ কেজি ২৩ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাব। এরপর তাদের গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলার পর দুই আসামি রাজশাহী কারাগারে ছিলেন। পরে নাজিবুর মায়ের অসুস্থতার কারণে জামিন পান। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান। তবে অপর দণ্ডপ্রাপ্ত জুয়েল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাকে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।

সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।