আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আজ দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের বিস্ময় হয়ে উঠেছেন তিনি। তার নেতৃত্বে এরই মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার মানদণ্ড পূরণ করেছে বাংলাদেশ।
তিনি বলেন, শেখ হাসিনা বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মাধ্যমে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ অবকাঠামো উন্নয়নে এক নবজাগরণ ঘটিয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন>> বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন শেখ হাসিনা
এ আওয়ামী লীগ নেতা বলেন, শেখ হাসিনার নির্দেশনা হলো দেশের সাধারণ মানুষ ও অসহায় মা-বোনদের কষ্ট যেন না হয়। গরিব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন- বয়স্কভাতা, মুক্তিযোদ্ধাভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালীন ভাতা। তিনি লাখ লাখ গৃহহীন মানুষকে গৃহ দিয়েছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্যাহ আখন, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন।
চরফতেজংপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুকবুল মোল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দেলওয়ার তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঈমান হাওলাদার, জহির পাটওয়ারী, আব্দুস ছাত্তার পাটওয়ারী, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সফিক ব্যাপারী, ইব্রাহিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতালিব শেখ, সাবেক ছাত্রলীগ নেতা মনির কাজি, আক্কাস শেখ, মাসুদ পাটওয়ারী, ইয়াসীন হাওলাদার, রাসেল খান রাজা উপস্থিত ছিলেন।
এসইউজে/ইএ