এ কে আজাদ

বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন শেখ হাসিনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:২৪ এএম, ২৬ আগস্ট ২০২৩

হা-মীম গ্রুপের ব্যস্থাপনা পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন শেখ হাসিনা। বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার নর্থ জেনারেল ইউনিয়নের গোল ডাংগি বাজারে নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

এ কে আজাদ বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে পরিচিত ছিল। সেই বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। আগামীতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

আরও পড়ুন>> ৯০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে পুনর্নির্বাচিত হবেন শেখ হাসিনা

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ বলেন, শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগের প্রয়োজন। দলের মধ্যে কোনোভাবেই যেন বিএনপি জামায়াত-শিবিরের এজেন্টরা ঢুকে দলের ক্ষতি করতে না পারে, শোকের মাসে আমাদের এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই শোকের মাসে আমাদের শপথ নিতে হবে, সম্মিলিতভাবে আমরা রাজপথে সব অপশক্তি মোকাবিলা করবো।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ ফকিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভী মাসুদ, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, ফকির মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শোহানুর রহমান সোহান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহদী হাসান মিন্টু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল উদ্দিন কানু, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম মিয়া প্রমুখ।

এন কে বি নয়ন/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।