দেশজুড়ে

ভিমরুলের কামড়ে প্রাণ গেলো ৬৮ বছরের বৃদ্ধের

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভিমরুলের কামড়ে মজিদ সরদার (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মজিদ সরদার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের মৃত বাহার আলীর বড় ছেলে।

শনিবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, শনিবার দুপুরে বাড়ির পাশে কাজ করার সময় বাঁশঝাড়ে থাকা অসংখ্য ভিমরুল কামড় দেয় ওই বৃদ্ধকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশে ৯০টি ভিমরুলের কামড়ের (হুলের) চিহ্ন দেখা গেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বৃদ্ধ মজিদ সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।আহসানুর রহমান রাজীব/এমএএইচ/