বগুড়ার দুপচাঁচিয়ায় দুই হাজার ৫০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে উপজেলার জয়পুরপাড়া গ্রাম থেকে তাদের গ্রফতার করা হয়।
রোববার (২৭ আগস্ট) দুপুরে মাদক আইনে করা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন জয়পুরপাড়া গ্রামের বাসিন্দা মান্নান খান (৫৫) ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিন মুক্তা (৩৮)। তারা জয়পুরপাড়া গ্রামের বাসিন্দা।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্নান ও তার স্ত্রী সাবিনা ইয়াছমিনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে আরও ২-৩ জন পালিয়ে যান। তাদের অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
এসআর/জিকেএস