জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি এলাকার কাছে মালবাহী ট্রেনের ছাদ থেকে পড়ে চারজন নিহত হয়। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।রেলওয়ের সূত্র ও আহত লোকজন জানান, বগুড়ার শান্তাহার থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী একটি মালবাহী ট্রেন পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ি চাটয় পৌঁছালে পেছনের ৪-৫টি বগি খুলে যায়। কিছু দূর গিয়ে মালগাড়িটি বন্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এ সময় খুলে যাওয়া বগিগুলো পেছন থেকে ইঞ্জিনসহ বাকি বগিগুলোকে ধাক্কা মারে। এতে বগির ছাদে থাকা কয়েকজন ছিটকে নিচে পড়ে যায়। এ ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।ঘটনাস্থলে একটি এবং জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মরদেহ রয়েছে। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল , এ ঘটনায় কতজন নিহত হয়েছে, তা এখন জানানো সম্ভব নয়।