গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য আইনের আওতায় ২৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব জালের দাম আনুমানিক এক লাখ টাকা।
সোমবার (২৮ আগস্ট) সকালে সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার (২৭ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে তিস্তা নদীর চন্ডিপুর ও বেলকা ইউনিয়নের বিভিন্নস্থানে এবং রামডাকুয়া ক্যানেলে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। জব্দ এসব জালের দাম আনুমানিক এক লাখ টাকা।
আরও পড়ুন: মাছ ধরার নামে ইজিবাইক ভাড়া, নদীতে মিললো চালকের মরদেহ
সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু বলেন, চায়না দুয়ারি ও কারেন্ট জাল মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। অভিযান চালিয়ে ২৫টি চায়না দুয়ারি ও ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে পুড়ানো হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
শামীম সরকার শাহীন/জেএস/জিকেএস