মাছ ধরার নামে ইজিবাইক ভাড়া, নদীতে মিললো চালকের মরদেহ
খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে শাওন হাওলাদার বাবু (২৬) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) মরদেহ উদ্ধার করা হয়।
শাওন হাওলাদার বাবু খুলনা মহানগরীর খালিশপুর এলাকার সেলিম হাওলাদারের ছেলে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবীর এ তথ্য জানান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাছ ধরার নাম করে কয়েকজন লোক শনিবার রাত ৮টার দিকে বাবুর ইজিবাইক ভাড়া নিয়ে পানখালি এলাকায় যান। এরপর রাত দশটার পর থেকে বাবুর মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। তবে সকালে তার ব্যবহৃত ফেসবুক আইডি অনলাইনে অ্যাকটিভ পাওয়া গেলে স্বজনদের সন্দেহ হয়। এরপর তারা বাবুর খোঁজ শুরু করেন।
ওসি মো. শওকত কবীর বলেন, রোববার নদীতে মাছ ধরতে এসে চরে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। এরপর নৌপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
আলমগীর হান্নান/কেএসআর