ক্যাম্পাস

মৌলবাদ বাংলাদেশকে গ্রাস করেছে

মৌলবাদ বাংলাদেশকে গ্রাস করেছে, তাদের আগ্রাসনে মুক্তমনা লোকেরা খুন হচ্ছেন। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অজয় রায়।সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অজয় রায় আরো বলেন, মৌলবাদীদের আগ্রাসন রোধে আমাদের আন্দোলনে নামতে হবে। আমরা চাই বঙ্গবন্ধু ও ভাসানীর বাংলাদেশ। তিনি বলেন, বর্তমানে দেশে শিক্ষার বাণিজ্য চলছে। শিক্ষকদের মান আশাব্যাঞ্জক নয়।সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, করমেড বজলুর রশীদ ফিরোজ, কমরেড রাজেকুজ্জামান রতন, ভারতের সুচেতা দে, শ্রীলঙ্কার ইহালা গামেগে জিওয়ানা চন্দ্রালাল হরিশচন্দ্র প্রমুখ।এর আগে সকাল ১১টায় শুরু হয় সম্মেলনের মূল পর্ব। বিকেলে রয়েছে আলোচনা সভা। এমএইচ/এমএমজেড/পিআর