আন্তর্জাতিক

মধ্যরাতে মাতাল হয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন নারী

মধ্যরাতে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন এক নারী। একপর্যায়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেন তিনি। এরপর পুলিশ তাকে আটকের চেষ্টা করলে উল্টো তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সেই নারী। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, গত রোববার (২৭ আগস্ট) রাতে ভারতের গুজরাটে ভাদোদারা শহরের একটি সড়কে ঘটেছে এই ঘটনা।

আরও পড়ুন>> গাঁজার নেশায় বাড়িতে আগুন, ঘোর কাটলে দেখেন সপরিবারে রাস্তায়!

ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ক্ষুব্ধ অবস্থায় থাকা ওই মদ্যপ নারী কয়েকজন পুরুষ পুলিশ সদস্যকে গালিগালাজ এবং মারধরের চেষ্টা করছেন। আর তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন এক নারী পুলিশ সদস্য।

এর মধ্যে ওই নারী বেশ কয়েকবার পুলিশ সদস্যদের ধাক্কা দেন এবং পারলে তাকে স্পর্শ করার চ্যালেঞ্জ জানান। পরে পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নারী পুলিশ সদস্যদের ডাকা হয়।

আরও পড়ুন>> ট্রাফিক পুলিশের মাথা ঠান্ডা রাখতে ‘এসি হেলমেট’

এসময় বেশ কয়েকজন পথচারী মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করছিলেন।

Video a drunk woman creating ruckus on street in Vadodara, Gujarat is viral on social media. She turned out to be a well-known female artist pic.twitter.com/E3twoBnYSE

— Megh Updates (@MeghUpdates) August 27, 2023

এভাবে বেশ কিছুক্ষণ নাটকীয়তা চলার পরে অতিরিক্ত নারী পুলিশ সদস্যরা পৌঁছান এবং মদ্যপ নারীকে পুলিশের গাড়িতে তুলতে সক্ষম হন।

আরও পড়ুন>> রাত ২টায় মাতাল হয়ে অফিসের বসকে মেসেজ, ভাইরাল পোস্ট

ওই নারীর বিরুদ্ধে মাতাল হয়ে গাড়িচালনা, হট্টগোল সৃষ্টি এবং সরকারি কর্মীদের দায়িত্বপালনে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

ভাইরাল ভিডিও দেখে বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী ওই নারীকে চিনতে পেরেছেন। তারা জানিয়েছেন, তিনি জনপ্রিয় একজন নেইল আর্টিস্ট।

প্রসঙ্গত, গুজরাটে মদ বিক্রি নিষিদ্ধ হলেও বিভিন্ন স্থানে এখনো তা বিক্রি এবং পান করা হয়।

সূত্র: এনডিটিভিকেএএ/