আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
জি-২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা, মোদীর সঙ্গে বৈঠকের আশা
আগামী মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে আশা করা হচ্ছে। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ভারতীয় বার্তা সংস্থা এএনআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
‘ভারত-বাংলাদেশের সম্পর্ক ভ্রাতৃত্বের-রক্তের-আত্মিক’ ভারত ও বাংলাদেশের সম্পর্ক আত্মার, রক্তের ও ভাতৃত্বের। এই সম্পর্ক কখনোই ছিন্ন হওয়ার নয়। কলকাতায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার কলকাতার রোটারি সদনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
চাঁদকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবি ভারতে
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের পর চাঁদকে ‘হিন্দু সনাতন রাষ্ট্র’ ঘোষণা করার ‘অদ্ভুত’ দাবি তুলেছেন অল ইন্ডিয়া হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি। এমনকি ‘শিব শক্তি’ নামকরণ করা যে স্থানে চন্দ্রযানটি অবতরণ করেছে সেটিকে চাঁদের রাজধানী ঘোষণাও দাবি জানিয়েছেন তিনি।
হিজাবের পর ফ্রান্সের স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকাও
ফ্রান্সের স্কুলগুলোতে হিজাব নিষিদ্ধ হয়েছিল আগেই। এবার বোরকার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে দেশটি। সেখানে আর বোরকা পরে স্কুলে যেতে পারবে না কোনো মুসলিম ছাত্রী। শিগগির এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ফরাসি কর্তৃপক্ষ। ফ্রান্সের শিক্ষামন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
আফগানিস্তানের জাতীয় পার্কে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা
আফগানিস্তানের বামিয়ান প্রদেশের বন্দ-ই-আমির জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। দেশটির নীতি ও নৈতিকতাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বলেন, দেখা গেছে পার্কে আসা নারীদের অনেকেই হিজাব পরছেন না। সে কারণে এ বিষয়ে একটি সমাধান না আসা পর্যন্ত নারীরা যেন ওই পার্কে প্রবেশ করতে না পারেন সে বিষয়ে ধর্মীয় নেতা ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
মেয়েদের বিদেশেও পড়তে যেতে দিচ্ছে না তালেবান
নারীদের যেন জোরপূর্বক ঘরবন্দি করে রাখার পণ করেছে তালেবান! মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ, তৃতীয় শ্রেণির বেশি পড়াশোনা নিষিদ্ধ, পার্কে ঢোকা বন্ধ, পার্লার বন্ধ- ক্ষমতা দখলের পর থেকেই এমন একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে আফগান সশস্ত্র গোষ্ঠীটি। এবার আফগান মেয়েদের বিদেশে পড়তে যেতেও বাধা হয়ে দাঁড়িয়েছে তারা।
সহপাঠীদের দিয়ে মুসলিম ছাত্রকে চড়, ভারতের সেই স্কুল বন্ধ
সহপাঠীদের দিয়ে এক মুসলিম ছাত্রকে চড় মারানোর ঘটনায় বন্ধ করে দেওয়া হলো ভারতের উত্তর প্রদেশের সেই স্কুলটি। কর্মকর্তারা বলেছেন, শিক্ষা বিভাগের মানদণ্ড পূরণ করতে না পারায় বন্ধ করে দেওয়া হয়েছে নেহা পাবলিক স্কুল। এর শিক্ষার্থীদের কোনো সরকারি স্কুল অথবা আশপাশের অন্য কোনো স্কুলে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ইমরান খান
পাকিস্তানের একটি আদালত সোমবার (২৮ আগস্ট) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা খুনের অভিযোগ খারিজ করে দিয়েছেন। ইমরান খানের আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। গত জুনে ওই হত্যাকাণ্ডের জন্য ইমরান খানকে অভিযুক্ত করা হয়।
কারাগারে প্রাপ্য সুযোগ-সুবিধা পেয়ে সন্তুষ্ট ইমরান খান
জানা যায়, ইমরান খানের জন্য পশ্চিমা ধাঁচের টয়লেট, বেসিন, সাবান, টিস্যু ও তোয়ালেসহ একটি নতুন ওয়াশরুম ও অন্যান্য ব্যবহার্য জিনিস সরবরাহের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। এতে সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন ইমরান।
পর্যটকের ভিড়ে অতিষ্ঠ হয়ে শহরবাসীর বিক্ষোভ
২০০৬ সালে দক্ষিণ কোরিয়ার একটি রোমান্টিক নাটকে অস্ট্রিয়ার এ শহরটি দেখানো হয়েছিল। এরপর থেকেই এশিয়াতে শহরটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। আর তার ছয় বছর পরে চীনে হলস্ট্যাট শহরের একটি প্রতিরূপও তৈরি করা হয়। এভাবেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ঐতিহাসিক এ শহরের নাম। বর্তমানে প্রতিদিন অন্তত ১০ হাজার পর্যটক এ শহরে ঘুরতে যান, অথচ শহরটির মোট জনসংখ্যা মাত্র ৭০০ জনের কিছু বেশি।
এসএএইচ/এএসএম