দেশজুড়ে

টাঙ্গাইলে একদিনে ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত

সারাদেশের মতো টাঙ্গাইলেও বেড়ে চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২৫ জনে।

মঙ্গলবার (২৯ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় চারজন, মির্জাপুর উপজেলায় ৯ জন, মধুপুর উপজেলায় একজন আর ধনবাড়ী উপজেলা রয়েছেন ১২ জন।

আরও পড়ুন: খুলনায় ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬২৫ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১ জন। এপর্যন্ত মোট সুস্থ এক হাজার ৪৮০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪৫ জন। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন।

 

আরিফ উর রহমান টগর/জেএস/জিকেএস