ফেনী শহরের মিজান রোডের পাশের ড্রেনটিতে আবর্জনায় গড়ে ওঠা মশার লার্ভা ভেঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নের পাশাপাশি স্লাব নির্মাণ কাজ শুরু হয়েছে। এনিয়ে স্বস্তি প্রকাশ করেছেন পথচারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ আগস্ট জাগো নিউজে ‘ড্রেনের পানিতে কিলবিল করে লার্ভা, ডেঙ্গুঝুঁকিতে বাসিন্দারা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নজরে পড়লে তিনি সমাধানের জন্য তাৎক্ষনিক উদ্যোগ নেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন সুমনকে দায়িত্ব দেন।
পৌরসভা সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের সামনে ড্রেনটি ছাড়াও মিজান রোডের নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও রাজাঝির দীঘির পাড়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কার্যালয়ের অভ্যন্তরে খোলা ড্রেনের উপর স্লাব নির্মাণে প্রায় ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার থেকে তিনজন শ্রমিক সেখানে কাজ করছেন। স্বল্পসময়ে তিনটি ড্রেনে স্লাব নির্মাণে ঠিকাদারি কাজের দায়িত্ব পান তানভীর হোসেন চৌধুরী আরমান।
তানভীর হোসেন চৌধুরী আরমান জানান, বৃষ্টির কারণে কাজ শুরু করতে দেরি হয়েছে। দ্রুত তিনটি ড্রেনের স্লাব নির্মাণ শেষ হবে বলে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এএসএম