টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রহিম মিয়াকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার আনেহলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুর রহিম মিয়া লোকেরপাড়া যুগীহাটি গ্রামের খন্দকার আব্দুল মান্নানের ছেলে।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকেলে যুগীহাটি গ্রাম থেকে ঘাটাইল উপজেলা জামায়াতের আমির আব্দুর রহিম মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস