দেশজুড়ে

দুই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি সিদ্দিক কারাগারে

ফরিদপুরে আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে (৪৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী শেখ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ আগস্ট ফরিদপুরের কোতোয়ালি থানায় চাঁদাবাজি ও নীতিবহির্ভূতভাবে ১০০ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা উপার্জন করার অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ দমন আইনে একটি মামলা করা হয়। মামলাটি করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরিদপুরের পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন। মামলায় সিদ্দিকুরকে প্রধান করে পাঁচজনকে আসামি করা হয়। কারাগারে পাঠানো হয় সিদ্দিকুর রহমানকে।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের বলেন, আসামি সিদ্দিকুর রহমান উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিন শেষে আজ আদালতে হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত (৪৭), বরকতের ছোট ভাই ও ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল (৪৫) এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এএইচএম ফুয়াদ। বর্তমানে এ চার আসামি দুই গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০-১৯ সাল পর্যন্ত টেন্ডার বাণিজ্য এবং হাতুড়ি বাহিনী গঠন করে অপর আসামিদের সহযোগিতায় নানা অপকর্মের মাধ্যমে জ্ঞাত বহির্ভূতভাবে বিপুল সম্পদের মালিক হন আসামি সিদ্দিকুর রহমান।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম