বিনোদন

নতুন গান নিয়ে আসছেন সোহেল

বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী এম আর সোহেলের নতুন গানের মিউজিক ভিডিও ‘ও গার্ল’ প্রকাশ হতে যাচ্ছে। এ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন হিরা মনি এবং এম আর সোহেল নিজেই।

আরও পড়ুন: ‘সেরা কণ্ঠে’র সেরাদের সেরা হতে চান শুভ

‘ও গার্ল’ গানটি লিখেছেন এম আর সোহেল এবং সুর ও সংগীত আয়োজন করেছেন রাজ হৃদয়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফিরোজ সরকার। ক্যামেরায় ছিলেন জয় আবরাম। বৃহস্পতিবার (৩১ আগস্ট) গানটি এম আর সোহেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

নতুন গান সম্পর্কে এম আর সোহেল বলেন, প্রতিটি নতুনত্বে একটি আলাদা অনুভূতি কাজ করে। দর্শক কিভাবে নেবে বা আমি যতটুকু আশা করছি ততটুকু পূরণ হয় নাকি। আসলে পরিশ্রম ছাড়া কিছু হয় না, এইটা আমি বিশ্বাস করি। গানটির জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার।

আরও পড়ুন: সম্মাননা পেলেন ফাতেমা তুজ জোহরা

তিনি আরও বলেন, ‘ও গার্ল’ গানটি দর্শক গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। শ্রোতাদের ভালো লাগার কথা মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। গানটি সবার কাছে ভালো লাগলে আমাদের চেষ্টা সফল হবে।

এমএমএফ/এএসএম