ফরিদপুরের বোয়ালমারীতে বিবাহিত বানাম অবিবাহিতদের মধ্যে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে এ সময় হাজারো মানুষ ভিড় জমায়।
যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে হারানো ঐতিহ্য হাডুডু খেলার জনপ্রিয়তা বাড়াতে এ খেলার আয়োজন করা হয়। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের শুকদেবনগর পূর্বপাড়া তিন রাস্তার মোড় এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী ও আয়োজনকারীদের সূত্রে জানা গেছে, স্থানীয় যুব সমাজের উদ্যোগে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক এস.এম. আলিমুজ্জামান বাবলু শরীফ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. ওহিদুর রহমান (ওহিদ), দেলোয়ার হোসেন শরীফ, মো. লিয়াকত হোসেন প্রমুখ। খেলাটি সার্বিক পরিচালনা করেন মো. আমিনুল ইসলাম তালুকদার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. ওহিদুর রহমান জাগো নিউজকে বলেন, এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতেই মূলত এ খেলার আয়োজন করা হয়। খেলায় বিবাহিত একাদশকে ২-০ পয়েন্টে পরাজিত করে অবিবাহিত একাদশ। পরে বিজয়ীদের মাঝে ট্রফিসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ সময় হাডুডু খেলা দেখতে হাজারো মানুষ ভিড় জমায়।
এন কে বি নয়ন/এফএ/এএসএম