সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। এতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও পরিবারের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। সদস্য পরিবারের ডেঙ্গু আক্রান্তদের প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে একটি কুইক রেসপন্স কমিটি গঠন করেছে ডিআরইউ।
মঙ্গলবার এ কমিটি গঠন করা হয়। ১২ সদস্যের এ কমিটির আহ্বায়ক সংগঠনের সহ-সভাপতি দীপু সারোয়ার। সদস্য সচিব কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।
এছাড়া কমিটির বাকি ১০ সদস্য হলেন, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, কার্যনির্বাহী সদস্য এস এম মোস্তাফিজুর রহমান সুমন, ভোরের আকাশের প্রতিবেদক এম বদিউজ্জামান, আজকের পত্রিকার এম এম রাশেদ রাব্বি, অবজারভারের মিজানুর রহমান, কালের কন্ঠের সোহানোয়ার সাইদ শাহীন, এম এম জসিম, জাগো নিউজের সাঈদ শিপন এবং ঢাকা পোস্টের জসীম উদ্দীন।
এনএইচ/এমআইএইচএস