আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বলেছেন, সারা পৃথিবীতে যেভাবে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় সেভাবেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হবে। দেশের কোনো রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ এ সমাবেশের আয়োজন করে।
বিএনপিকে উদ্দেশ করে আব্দুর রহমান বলেন, নির্বাচন ছাড়া এদেশে ক্ষমতায় আসার কোনো পথ নেই। ষড়যন্ত্রের নীলনকশা না করে আপনারা নির্বাচনে আসুন। এলিভেটেড এক্সপ্রেস, পদ্মা সেতুসহ বাংলাদেশের সব পর্যায়ে শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে বিভিন্ন দফা দিয়ে রফায় পরিণত হয়েছে।
তিনি বলেন, এদেশের মানুষ আর বিএনপি-জামায়াতকে মেনে নেবে না। বাংলাদেশের মানুষের আশ্রয় ও নিরাপত্তা একমাত্র শেখ হাসিনা সরকারই দিতে পারে।
সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন আকুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু।
বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত, জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, জেলা আওয়ামী যুবলীগের সদস্য দাউদুজ্জামান দাউদ প্রমুখ।
এন কে বি নয়ন/এসআর/জেআইএম