দেশজুড়ে

জনসম্মুখে পোড়ানো হলো ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল

গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য আইনের আওতায় ৬৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের দাম প্রায় ৩ লাখ টাকা।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সাবু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা জায়, বুধবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় উপজেলার ভেতর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর হরিপুর ও বেলকা ইউনিয়নের বিভিন্নস্থান এবং রামডাকুয়া ক্যানেল থেকে ৬৪টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেন। পরে জনসম্মুখে প্রায় ৩ লাখ টাকা মূল্যের এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন: চায়না দোয়ারা গিলছে মৎস্য বিভাগের পোনা

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা, সহকারী প্রোগ্রামার কৃষ্ণ চন্দ্র রায় উপস্থিত ছিলেন। এতে সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু বলেন, চায়না দুয়ারি জাল মৎস্য সম্পদের জন্য হুমকিস্বরূপ। অভিযান চালিয়ে ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে তা জনসম্মুখে ভষ্মিভূত করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

শামীম সরকার শাহীন/জেএস/এএসএম