মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মৃতিঙ্গা চা বাগান থেকে সীমা উড়াং (২৮) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সীমা উড়াং (২৮) মৃতিঙ্গা চা বাগানের শ্রমিক আদিল উড়াং এর স্ত্রী।স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে বাগানের ভেতর একটি গাছে সীমা উড়াং এর ঝুলন্ত মরদেহ দেখতে পায় চা শ্রমিকরা। পরে তারা বাগান কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। চা বাগান কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানায়, ময়না তদন্তের পর ওই নারীর মৃত্যুর কারণ জানা যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।এফএ/এবিএস