কুমিল্লায় বজ্রপাতে নুর ইসলাম (৪০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়লই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
আমড়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে কামাল উদ্দিন জানান, যশপুর গ্রামের মঞ্জিল মিয়ার কৃষিজমিতে কাজ করছিলেন নুর ইসলাম। দুপুর ১টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস