সাতক্ষীরার আশাশুনিতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এঘটনা ঘটে।
মৃতরা হলেন- কুড়িকাহুনিয়া গ্রামের আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) ও ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা দুজনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডার গার্টেনের শিশু ওয়ানের ছাত্রী ছিল। শিশু দুজনের পরিবারের বরাত দিয়ে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ বলেন, মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়েছিল আনিকা ও জান্নাত। স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল তারা। এরই মধ্যে হঠাৎ পুকুরে ডুবে যায় তারা। এদিকে, দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে আনিকাকে ভাসতে দেখে।
আরও পড়ুন: দাদার সঙ্গে পুকুরে নেমে শিশুর মৃত্যু
তিনি আরও বলেন, ওহিদুলের চিৎকারে অন্যরা এগিয়ে এসে আনিকাকে উদ্ধার করতে গিয়ে জান্নাতের মরদেহের স্পর্শ পায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জাগো নিউজকে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এজন্য অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।
আহসানুর রহমান রাজীব/জেএস/এমএস