জাতীয়

শিল্প-কারখানায় বয়লার স্থাপনে অনিয়মের শাস্তি মোবাইল কোর্টে

শিল্প-কারখানায় বয়লার স্থাপনে অনিয়মের শাস্তি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেওয়া হবে। এজন্য মোবাইল কোর্ট আইনের তফসিলে বয়লার আইনের দশটি ধারা যুক্ত করে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

‘মোবাইল কোর্ট আইন, ২০০৯’ এর তফসিলে ‘বয়লার আইন, ২০২২’ এর ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ধারা যুক্ত করা হয়েছে।

বয়লার আইনের ৩৬ ধারায় বলা হয়েছে, লাইসেন্স ছাড়া কোনো বয়লার পরিচালনা করা হলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

৩৭ ধারায় বলা হয়েছে, শর্ত ভঙ্গ করে বয়লার নির্মাণ করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

৩৮ ধারায় রয়েছে, নিবন্ধন নেওয়া ছাড়া বয়লার ব্যবহার করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড পেতে হবে।

আরও পড়ুন: ইসি থেকে এনআইডি স্বরাষ্ট্রে নিতে সংসদে বিল

৩৯ ধারায় রয়েছে, বিধিনিষেধ ভঙ্গ করে বয়লার ব্যবহার করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বয়লার আইনের ৪০ ধারায় বলা হয়েছে, বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অপসারণ, পরিবর্তন বা বিকৃত করেন বা এই আইনের অধীন বরাদ্দ করা হয়নি এমন কোনো নিবন্ধন নম্বর বয়লারের গায়ে প্রতারাণমূলকভাবে অঙ্কিত বা সংযোজন করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড পেতে হবে।

৪১ ধারায় রয়েছে, নিয়ম ভেঙে বয়লার হস্তান্তর বা স্থানান্তর করলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

৪২ ধারায় বলা হয়েছে, শর্ত ভঙ্গ করে বয়লার মেরামত করলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় শাস্তি পেতে হবে।

আরও পড়ুন: অনলাইনে জুয়ার শাস্তি ৩ বছরের জেল

নিবন্ধনপত্র, সনদ ও অন্যান্য দলিল উপস্থাপন করতে ব্যর্থ হলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে ৪৩ ধারায় বলা হয়েছে।

বয়লার দুর্ঘটনার তথ্য বা সংবাদ লিখিতভাবে দিতে যদি ব্যর্থ হন বা বয়লার দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে লিখিতভাবে যে তথ্য জানতে চাওয়া হবে তা দিতে ব্যর্থ হলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন বলে ৪৪ ধারায় বলা হয়েছে।

বয়লার আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো অপরাধের জন্য দণ্ডিত হওয়ার পর ফের একই অপরাধ করলে তিনি নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন।

আরএমএম/বিএ/এমএস