দেশজুড়ে

চট্টগ্রাম বিভাগে ৬৫টির মধ্যে ৪৬টি ইউপিতে আ.লীগের জয়

প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগে ৬টির জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪৬টি জয় পেয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে বিএনপি। জাতীয় পার্টি, জামায়াত, বিদ্রোহী (আ.লীগ), বিদ্রোহী (বিএনপি) ও স্বতন্ত্র মিলে ১৩টি ইউনিয়নে জয় পেয়েছে। এছাড়া দুইটি ইউনিয়নে আ.লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে মঙ্গলবার সকাল ৮টায় এসব ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন ইউনিয়নে ভোট চলাকালীন নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষে রাত ১০টার পর বেসরকারিভাবে বিজয়ীদের নির্বাচিত ঘোষণা করা হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে-চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ইদ্রিচ আজগরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।উপজেলা রিটার্নিং অফিসার ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৪১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ২ হাজার ২৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মুজিবুল হক ধানের শীষ প্রতীকে ১ হাজার ৭৩৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলার ১৫টি ইউপি নির্বাচন আ.লীগের ১১ প্রার্থী নির্বাচিত হয়েছেন। দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া দুইটি ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন। এসব প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তারা।আশুগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নে বিজয়ীরা হলেন, আড়াইসিঁধা ইউনিয়নে মো. সেলিম মিয়া (আ.লীগ)। তারুয়া ইউনিয়নে মো. ইদ্রিস হাসান (আ.লীগ)। শরীফপুর ইউনিয়নে মো. সাউফুদ্দিন চৌধুরী (আ.লীগ)। দূর্গাপুর ইউনিয়নে মো. সাজু খান (আ.লীগ)।তালশহর ইউনিয়নে মো. আবু শামা (আ.লীগ)। এছাড়া চরচারতলা ইউনিয়ন ইউনিয়নে জিয়াউদ্দিন খন্দকার (আ.লীগ বিদ্রোহী) ও লালপুর ইউনিয়ন মো. আবদুল খায়ের (আ.লীগ বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন। অপরদিকে বাঞ্ছারামপুর উপজেলার ৮ ইউনিয়নের মধ্যে ছয়ফুল­াহকান্দি ইউনিয়নে আমিনুল ইসলাম তুষার (আ.লীগ)পাহাড়িয়াকান্দি ইউনিয়নে গাজীউর রহমান (আ.লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া মানিকপুর ইউনিয়নে আব্দুর রহিম (আ.লীগ), দরিকান্দি ইউনিয়নে শফিকুল ইসলাম (আ.লীগ), রূপস্দী ইউনিয়নে মো. ফিরোজ মিয়া (আ.লীগ), তেঁজখালী ইউনিয়নে মো. তাজুল ইসলাম (আ.লীগ), ফরদাবাদ ইউনিয়নে মহিউদ্দিন আহমেদ সেলিম (আ.লীগ) ও ছলিমাবাদ ইউনিয়নে আবদুল মতিন (আ.লীগ) নির্বাচিত হয়েছেন।কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ১০টিতে আওয়ামী লীগ, ১টিতে বিএনপি ও অপর একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, দেবিদ্বার উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে বড়শালঘর ইউপিতে মো. জহিরুল ইসলাম ভূঁইয়া ঝারু (নৌকা), ইউছুফপুর ইউপিতে মোস্তফা কামাল চৌধুরী (নৌকা), রসুলপুর ইউপিতে মো. কামরুল হাসান (নৌকা), ফতেহাবাদ ইউপিতে খন্দকার এম.এ ছালাম (নৌকা), জাফরগঞ্জ ইউপিতে সোহরাব হোসেন (নৌকা), এলাহাবাদ ইউপিতে মো. সিরাজুল ইসলাম সরকার (নৌকা), রাজামেহার ইউপিতে মো. জাহাঙ্গীর আলম (নৌকা),ভানী ইউপিতে মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল (নৌকা), ধামতী ইউপিতে মো. ময়নাল হোসেন মনির (নৌকা), সুলতানপুর ইউপিতে মো. সফিকুল ইসলাম (নৌকা), মোহনপুর ইউপিতে মো. শহিদুল ইসলাম (ধানের শীষ) ও সুবিল ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের সরকার (আনারস) বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সমর্থিত ওই প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ। নির্বাচিতরা হলেন, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে ফয়সাল আহম্মেদ রতন। তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৪৮৬। হাজিরহাট ইউনিয়নে ১১ হাজার ২২০ ভোট পেয়ে নিজাম উদ্দিন নির্বাচিত হয়েছেন। চরফলকন ইউনিয়নে হাজী হারুনুর রশিদ (৭ হাজার ৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পাটারিরহাট ইউনিয়নে একেএম নুরুল আমিন রাজু পেয়েছেন ৫ হাজার ৫৭৮ ভোট। উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বি ছিল। এছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৬৩ জন ও সাধারণ ১৯১ মেম্বার প্রার্থী ছিলেন। ভোটার সংখ্যা ৯২৯৬৭ জন। এর মধ্যে পুরুষ ৪৬৬১৪ জন ও  মহিলা ভোটার ৪৬৩৫৩ জন। কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার ১৬ ইউপিতে নৌকা প্রতীকে চেয়ারম্যান হয়েছেন ৭ জন। ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন ৩ জন। আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে লড়ে জয় পেয়েছেন ৩ জন ও স্বতন্ত্র হিসেবে জয় পেয়েছেন ৩ জন প্রার্থী। মঙ্গলবার বিকেল ৪টার পর থেকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের জয়ী ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। মহেশখালীর ৬টি ইউনিয়নের মাঝে ছোট মহেশখালীতে আওয়ামী লীগ প্রাথী জিহাদ বিন আলী ৬ হাজার ৮৮২ পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আবদু সামাদ পেয়েছেন ৩ হাজার ১৯৮ ভোট।কুতুবজোম ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন খোকন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মওলানা শফি পেয়েছেন ২ হাজার ভোট। মাতারবাড়ী ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাষ্টার মোহাম্মদ উল্লাহ। তিনি পেয়েছেন ৮ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাছির উদ্দিন বাবর ৬ হাজার ৩৭০ ভোট। বড় মহেশখালী স্বতন্ত্রপ্রার্থী এনায়েত উল্লাহ বাবুল (চশমা) এগিয়ে রয়েছেন। হোয়ানক ইউনিয়নে আওয়ামী লীগের মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। ধলঘাটায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কামরুল হাসান। কুতুদিয়ার ৬ ইউনিয়নের মধ্যে দক্ষিণ ধুরুং ইউনিয়নে বিএনপির প্রার্থী ছৈয়দ আহমদ ৩ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন আল আজাদ পেয়েছেন ৩ হাজার ১০২ ভোট। লেমশীখালী ইউনিয়নে বিএনপি প্রার্থী আকতার হোসাইন ৫ হাজার ৫৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের ছৈয়দ আহমদ কুতুবী পেয়েছেন ২ হাজার ৩৯৬ ভোট।উত্তর ধুরং ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আ স ম শাহরিয়ার চৌধুরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪ হাজার ৫১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইয়াহিয়া পেয়েছেন ২ হাজার ৬৩০ ভোট। আলী আকবর ডেইল ইউনিয়নে আওয়ামী লীগের নুরুচ্ছফা বিকম, বড়ঘোপ ইউনিয়নে আওয়ামী লীগের অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়নে বিএনপির হাম জালাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। টেকনাফ উপজেলার ৪ ইউনিয়নের বাহারছড়ায় ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মৌলভী আজিজ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেন্টমার্টিনে এক হাজার ৩৪ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী  নুর আহমদ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৭৪৫ ভোট। সাবরাংয়ে চেয়ারম্যান নির্বাচিত হযেছেন আওয়ামী লীগের বিদ্রোহী নূর হোসেন। টেকনাফ সদর ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানের ছেলে স্বতন্ত্র প্রার্থী শাহজান মিয়া নির্বাচিত হয়েছেন। এ ৪ ইউনিয়নে মোট ভোটার ছিল ৭৬ হাজার ৭৭৭ জন।অপরদিকে, একইদিন টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতার কারণে নির্বাচন পিছিয়ে আগামী ২৭ মার্চ নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন জানান, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। কিছু কিছু ইউনিয়নে কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে।নোয়াখালী : নোয়াখালীর ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগের ১১, বিদ্রোহী ২ এবং ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে উপজেলা রিটার্নিং অফিসাররা এসব ইউনিয়নে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচিতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরআমানুল্লাহ ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক বেলায়েত হোসেন। চরওয়াপদা ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মনির আহমেদ। চরজব্বার ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী তরিক মাস্টার। চরজুবলী ইউনিয়নে আওয়ামী লীগের মোহাম্মদ হানিফ। চরবাটা ইউনিয়নে আওয়ামী লীগের মোজাম্মেল হক মোজাম। মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগের এনামুল হক। পূর্বচরবাটা ইউনিয়নে আওয়ামী লীগ আবুল বাশার। চরক্লার্ক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার।হাতিয়ার চরইশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম আজাদ। চরকিং ইউনিয়নে আওয়ামী লীগের মহি উদ্দিন আহমেদ।জাহাজমারা ইউনিয়নে আ.লীগের (বিদ্রোহী) মাছুম বিল্লাহ, তমরদ্দি ইউনিয়নে আ.লীগের (বিদ্রোহী) ফররুখ আহম্মদ, নিঝুমদ্বীপ ইউনিয়নে আওয়ামী লীগে মেহেরাজ উদ্দিন, বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগ জিয়া আলী মোবারক কল্লোল ও সোনাদিয়াইউনিয়নে আওয়ামী লীগ নুর ইসলাম নির্বাচিত হয়েছেন। এমএএস/এবিএস