বরিশালের মুলাদী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে লাঙ্গলের প্রার্থী বিজয়ী হয়েছেন।মঙ্গলবার রাতে ইউনিয়নগুলোর দায়িত্বে থাকা স্ব স্ব রিটার্নিং অফিসার বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক রিটার্নিং অফিসারদের বরাত দিয়ে জানান, নাজিরপুর ইউনিয়নে আবু হাসনাত জাপান (নৌকা), সফিপুর ইউনিয়নে আবু মুছা হিমু মুন্সী (নৌকা), চরকালেখা ইউনিয়নে মো. মোহসীন উদ্দীন খান (নৌকা), মুলাদী সদর ইউনিয়নে মো. কামরুল আহসান (নৌকা), কাজিরচর ইউনিয়নে মো. মন্টু বিশ্বাস (নৌকা) বিজয়ী হয়েছেন।এছাড়া গাছুয়া ইউনিয়নে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মোকসেদ আলম মীর (লাঙ্গল) নির্বাচিত হয়েছেন।সাইফ আমীন/বিএ