দেশজুড়ে

গাজীপুরে শেয়ালের কামড়ে আহত ১০

গাজীপুর সিটি করপোরেশনের চাঁন্দপাড়া এলাকায় শেয়ালে কামড়ে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন মাসুম (১৯), মৃদুল (১৭), তুষার (২০) ও সুজন (২০)। রাত ৮টার দিকে আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মোশারফ হোসেন জানান, গাজীপুর সিটির ১৪ নম্বর ওয়ার্ড চাঁন্দপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে একটি শেয়াল জঙ্গল থেকে হঠাৎ বের হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড় দিয়ে আবার জঙ্গলে লুকিয়ে যায়। এভাবে শেয়ালটি কমপক্ষে ১০ জনকে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জয়রাজ হোসেন জানান, শেয়ালে কামড়ানো রোগীদের মধ্যে হাসপাতালে সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমআরআর